Wishing Happy Eid Day To All Of My Friends, Fans And Followers


ঈদ মুবারাক প্রিয় ভাইবোন ও বন্ধুগণ। সবাইকে আমার পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আসলে ঈদের ছুটি, আনন্দ-উৎসব বলতে কিছু নেই, সবই মিডিয়ার সৃষ্টি। সব হলো ছোটদের বড়দের কাছ থেকে সেলামি আদায় করার ধান্দা। সব হলো গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের কাছ থেকে জামাকাপড় পাবার ধান্দা। সব হলো পুলাপাইনের মার কাছ থেকে পুলাও-কোর্মা আর খিচুড়ি-বিরিয়ানি খাওয়ার ধান্দা। আর সবশেষে হারামী বন্ধুবান্ধবগুলার বিড়ি-সিগারেট, ঠান্ডাঠুন্ডা লওয়ার ধান্দা। আসলে টেকাপয়সাই সব, টেকাপয়সা না থাকলে সবই শূন্য, সবই ফাঁকা। তখন কেউই আর কারোও খোঁজখবর নেয় না, কিসের ঈদ কিসের চাঁনরাইত।

Comments