Bangladesh National Cricket Team in ICC Champions Trophy after 11 years




সালটা ছিলো ২০০৬, রমজান মাসের সময়। ক্রিকেট খেলা তখনো খুব একটা ভালো বুঝতাম না। তখন বাংলাদেশকে দেখেছিলাম সর্বশেষ ICC Champions Trophy খেলতে। তারপরে বাকিটা সব ইতিহাস, ২০০৯ আর ২০১৩ পরের দুই দুইটা ICC Champions Trophy এর কোনোটাতেই বাংলাদেশ খেলতে আর পারলো না। আজ ১১ বছর পরে আরেক রমজান মাসে বাংলাদেশ আবার মিনি বিশ্বকাপখ্যাত এই আসরে খেলছে। অনেক অনেক শুভকামনা রইলো বাংলাদেশের প্রতিটা ম্যাচের জন্য।

Comments