How To Become Successful In Life


জীবনে বড় হবার ক্ষেত্রে কাউকে আদর্শ হিসেবে না নিয়ে নিজেকেই নিজের আদর্শ হিসেবে নেয়া উচিত। কারণ যারা সমাজে আজ প্রতিষ্ঠিত তাদের সাফল্যগাঁথা শুনলে মনে হয় যেনো, " They actually don't pee and poop ". সবাইই জীবনযুদ্ধ করেই তারপরে সমাজে আসন গেড়ে বসে, কেউই এসে বসে পড়েই গরম ভাত খেতে পারে না। খেতে গেলে মুখ পুড়বে এটাই স্বাভাবিক। আবার যারা আপনার দুরাবস্থা দেখে নাক সিটকাবে, বলবে তারা হেন করেংগা তেন করেংগা, ছন কাটেংগা বন কাটেংগা, আর তুমি কিছুই নেহি পারেংগা। তাদের উদ্দ্যেশেও একটাই কথা প্রযোজ্য, বনে আগে গেলে কিন্তু বাঘে খায়, Remember slow and steady wins the race.

Comments